Job Edu BD Avatar


Disa Job Circular

Development Initiative for Social Advancement DISA Job Circular co-operate By Job Edu BD
আবেদনের শেষ তারিখ: ২৪ ডিসেম্বর, ২০২৩
দিশা নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩


ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং- ০১৩০৬-০০৪৮০-০০০২৪) বিগত ৩০ বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের ১৯ টি জেলায় ১০২ টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ”ক্ষুদ্রঋণ এর পাশাপাশি জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে ‘আলোঘর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়নে নার্সারি কার্যক্রম, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য ও এ পেশায় নিয়োজিত কৃষক/ব্যবসায়ীদের উন্নয়নে ডেইরি এন্ড লাইভস্টক ডেভেলাপমেন্ট কার্যক্রম, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন মূলক কারিগরি শিক্ষা কার্যক্রম, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের জন্য আবাসনসহ উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা, কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কর্মসুচী ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে”। বর্তমানে পিকেএসএফ ও বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের যে কোন অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্টির মধ্যে ঋণ বিতরন, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। দিশা নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩,NGO, Job Edu BD,

১. পদের নাম :

  • যোনাল ম্যানেজার (পিএম)

পদের সংখ্যা: ০৫ জন 
শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়স সীমা:
স্নাতকোত্তরসহ সংশ্লিষ্ট পদে নূন্যতম ২ বছরসহ ৭ বছর চাকুরীর অভিজ্ঞতা ও বয়স ৪৫ বছর।
বেতন:

প্রশিক্ষণকাল ১ মাস

 শিক্ষানবীশকাল ৬ মাস

৬ মাস পর স্থায়ীকরণ হলে

৫০,০০০/-

৫৭,০০০/-

২. পদের নাম :

  • এরিয়া ম্যানেজার (এসপিও)

পদের সংখ্যা: ১৫ জন 
শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়স সীমা:
স্নাতকোত্তরসহ সংশ্লিষ্ট পদে ২বছরের অভিজ্ঞতা ও বয়স ৪২ বছর
বেতন:

প্রশিক্ষণকাল ১ মাস

 শিক্ষানবীশকাল ৬ মাস

৬ মাস পর স্থায়ীকরণ হলে

৪২,০০০/-

৪৭,৫০০/-

৩. পদের নাম :

  • শাখা ব্যবস্থাপক (পিও)

পদের সংখ্যা: ৪০ জন 
শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়স সীমা: স্নাতক/স্নাতকোত্তরসহ সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতা ও বয়স ৪০ বছর

বেতন:

প্রশিক্ষণকাল ১ মাস

 শিক্ষানবীশকাল ৬ মাস

৬ মাস পর স্থায়ীকরণ হলে

৩৪,০০০/-

৩৮,৫০০/-

৪. পদের নাম :

  • সহকারী শাখা ব্যবস্থাপক-কাম হিসাবরক্ষক (এসসিও)

পদের সংখ্যা: ১০০ জন 
শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়স সীমা: বানিজ্যে স্নাতকোত্তর ও বয়স ৩৫ বছর সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ।

বেতন:

প্রশিক্ষণকাল ১ মাস

 শিক্ষানবীশকাল ৬ মাস

৬ মাস পর স্থায়ীকরণ হলে

২৪,০০০/-

২৭,৫০০/-

৫. পদের নাম :

  • সিনিয়র ক্রেডিট অফিসার- গ্রেড-০৩ 
  • ক্রেডিট অফিসার- গ্রেড-০১
  • ক্রেডিট অফিসার- গ্রেড-০২ 

পদের সংখ্যা: ৩০০ জন 
শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়স সীমা:

  • স্নাতকোত্তর ও বয়স ২৪-৩৫ বছর
  • স্নাতক (সম্মান) ডিগ্রী ও বয়স ২৪-৩৫ বছর
  • স্নাতক/সমমান ও বয়স ২৪-৩৫ বছর

বেতন:

প্রশিক্ষণকাল ১ মাস

 শিক্ষানবীশকাল ৬ মাস

৬ মাস পর স্থায়ীকরণ হলে

১৯,০০০/-

২১,৫০০/-

২৬,২২০/-

১৮,০০০/-

২০,৫০০/-

২৫,৪০০/-

১৭,০০০/-

১৯,৫০০/-

২৪,১৪০/-

 সংস্থায় কর্মীদের জন্য পিএফ, পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের ৫(পাঁচ) বছর পর থেকে গ্রাচ্যুইটি, বছরে ২০ দিন স্ব-বেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২ টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহভাতা, মোবাইল বিল,বাই- সাইকেল/মোটর সাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা,স্ববেতনে ৬ (ছয়) মাস মাতৃত্বকালীন ছুটি, স্ববেতনে পিতৃত্বকালীন ৭ (সাত) দিন ছুটি, বছরে ১২ দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে ১৫ দিন স্ববেতনে মেডিকেল ছুটি, বদলীকালীন পরিবারসহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান (যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি)। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র (NID) এর ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত আগামী ২৪.১২.২০২৩ তারিখের মধ্যে পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

শর্তাবলীঃ
১। ক্রমিক নং-০৫,০৬ ও ০৭ এ নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাই-সাইকেল/মোটর সাইকেল ব্যবহার করতে হবে।

২। ক্রমিক নং-০১,০২,০৩ ও ০৪ এ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। উক্ত ৪ (চার) পদে নির্বাচিত প্রার্থীদের মোটর সাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার ৪.০০ টাকা হারে জ্বালানী বিল দেয়া হবে ।

৩। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১ ও ২ নং ক্রমিকে উল্লেখিত প্রার্থীদের ২০,০০০/- টাকা, ০৩ ও ০৪ নং এর প্রার্থীদের ১৫,০০০/- টাকা এবং ০৫,০৬ ও ০৭ নং ক্রমিকের প্রার্থীদের ১০,০০০/- (দশ হাজার) টাকা জমা দিতে হবে ।

৪। যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়-দায়িত্ব বহন করবেন ।

৫। কোন ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নাই। বিঃ দ্র ঃ- নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষন করে ।

“বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.disabd.org তে দেখা যাবে” ।

Facebook-Page

More job are available now at this moment Click Here

চলমান অন্যান্য চাকুরীর বিজ্ঞপন দেখতে ক্লিক করুন

Disa Job Circular, Disa Job Circular 2023, Disa Job Circular 2024, Disa Carrier, দিশা নিয়োগ বিজ্ঞপ্তি, দিশা নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩, দিশা নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪, ngo, job edu bd,

 

Job Edu BD Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *