Written Test Refrigeration and Air Conditioning Level- 01 V-01 RAC by Job Edu BD

Refrigeration and Air Conditioning, Level- 01 V-01 RAC, is not a question for the NSDA or BTEB board, but our computer and CBTA experts believe that with such preparation, there is a possibility of scoring 100% in the Computer Operations Assessment written test.

১. একটি রেফ্রিজারেটরে রেফ্রিজারেন্ট চার্জ করতে নিচের কোন পিপিই টি প্রয়োজন?
ক) সেফটি মাস্ক
খ) সেফটি হ্যান্ড গ্লোভস
গ) সেফটি গগলস
ঘ)  সবগুলো

২. ১ বার সমান কত পিএসআই?
ক) ১০ পিএসআই
খ) ২০ পিএসআই
গ)  ১৪.৫ পিএসআই
ঘ) ৭০ পিএসআই

৩. কম্প্রেসরের প্রধানত কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার

৪. নিচের কোনটি ইভাপোরেটরের কাজ?
ক) তাপ বর্জন
খ) চাপ বৃদ্ধি
গ)  তাপ শোষণ
ঘ) চাপ কমানো

৫. মেটাল শীটের উপর দাগ দিতে কোন টুল ব্যবহার করা হয়?
ক) ফাইল
খ) হাতুড়ি
গ) স্ক্রু ড্রাইভার
ঘ)  পেনসিল

৬. ইঞ্চি ও মিলিমিটারের মধ্যে সম্পর্ক কোনটি ?
ক) ১ ইঞ্চি = ২.৫৪ মিলিমিটার
খ)  ১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
গ)  ১ ইঞ্চি = ১০ মিলিমিটার
ঘ) ১ ইঞ্চি = ১০০ মিলিমিটার

৭. ব্রেজিং তাপমাত্রা কত হতে পারে ?
ক) ৪৫০° এর বেশি
খ) ৪৫০° এর কম
গ) ২০০° থেকে ৩০০° ডিগ্রি
ঘ)  ২০০° ডিগ্রি এর কম

Written Test

৮. ব্রেজিং করার সময় টিউবের ভিতর দিয়ে কোন গ্যাসের প্রবাহ রাখা উচিত?
ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) অ্যাসিটিলিন
ঘ)  নাইট্রোজেন

 

৯. গ্যাস ওয়েল্ডিং-এর সময় অ্যাসিটিলিনের চাপ কত থাকে?
ক) ৫–৮ পিএসআই
খ)  ১০–১৫ পিএসআই
গ) ২০–২৫ পিএসআই
ঘ) ৪০–৪৫ পিএসআই

 

১০. রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং কাজে ফ্লেয়ার্ড ফিটিংস সয়যোজন এর জন্য ডিগ্রি কোণে ফ্লেয়ার করা হয়?
ক) ৩০ ডিগ্রি
খ) ৬০ ডিগ্রি
গ) ৯০ ডিগ্রি
ঘ)  ৪৫ ডিগ্রি

 

১১. মেট্রিক পাওয়ারের একক কোনটি?
ক) ভোল্ট
খ) অ্যাম্পিয়ার
গ) ওহম
ঘ)  ওয়াট

 

১২. নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভর করে সার্কিটকে অন/অফ করতে পারে?
ক) রিলে
খ) কনডেনসার
গ) কম্প্রেসর
ঘ)  থার্মোস্ট্যাট

 

১৩. একটি রেফ্রিজারেটরের ফ্রেশ ফুড চেম্বারের তাপমাত্রা কত থাকে?
ক) ০° সেঃ থেকে ৫° সেঃ
খ) ৫° সেঃ থেকে ১০° সেঃ
গ)  ৫° সে থেকে ৪.৫° সে
ঘ) ১০° সেঃ থেকে ১৫° সেঃ

 

১৪. নন-ফ্রস্ট রেফ্রিজারেটরের কুলিং কয়েলে বরফ মার কারণ কোনটি ?
ক) হিটার চলেনা
খ) রেফ্রিজারেন্ট বেশি চার্জ হয়েছে
গ) কুলিয় ফ্যান চলে না
ঘ)  রেফ্রিজারেটরে মালামাল কম 

 

১৫. নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক) I = R ÷ V
খ) R = V × I
গ) R = I ÷ V
ঘ)  V = IR

১৬। ভর্নিয়ার ক্যালিপার এ  ________ স্কেল থাকে।
উত্তর: ২ টি । 

১৭। ব্রেজিং শিখা আগ্নিস্ফুলিঙ্গ সরবরাহ  করতে ________ ব্যবহার করতে হয়।
উত্তর: স্পার্ক লাইটার

১৮। রেসিপ্রোকেটিং কম্প্রেশরের পিষ্টন ও শ্যাফট সংযুক্ত থাকে ________ মাধ্যমে।
উত্তর: কানেক্টিং রডের

১৯। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ লাইনের ফ্রিকোয়েন্সি ________।
উত্তর: ৫০ হার্টজ

২০। কম্প্রেশর মোটর চালু করার জন্য কারেন্ট কয়েলের পরিবর্তে ________ ব্যবহার করা যায়।
উত্তর: পিটিসি রিলে

 

২১। থার্মোস্ট্যাট তাপমাত্রার উপর নির্ভর করে সার্কিটকে অন বা অফ করতে পারে।
(ক) true

(খ) false 

২২। সিরিজ সার্কিটে কারেন্ট ভাগ হয়ে যায়।
(ক) true

(খ) false 

২৩। নিউট্রাল তারের তাপমাত্রা সর্বোচ্চ ৩২৩২° সেলসিয়াস।
(ক) true

(খ) false

২৪। হিমায়ন চক্রে লাগানো অবস্থায় সহজে পাম্পিং টেস্ট করা যায়।
(ক) true

(খ) false

২৫। হাই প্রেসার গেজ এর রং নীল।
(ক) true

(খ) false

২৬. একটি সাধারণ বাষ্প সংকোচন হিমায়ন চক্রের উপাদান কয়টি ও কী কী?

উত্তর: ৪টি। যথা— কম্প্রেসর, কনডেনসার, এক্সপ্যানশন ডিভাইস, ইভাপোরেটর।

২৭. রেফ্রিজারেটর মেরামতে প্রয়োজনীয় রেফ্রিজারেশন টুলসের তালিকা তৈরি কর।

উত্তর: টিউব কাটার, ক্যাপিলারি কাটার, টিউব বেন্ডার, ফ্লেয়ারিং সজিং টুল, পিয়ার্সিং ভাল্ব, অ্যালেন কী সেট, ওয়েল্ডি টং, স্পিরিট লেঢেল, রিমার, ডিবারিং টুল, হ্যাক স, কোল্ড চিজেল, পিঞ্জ অব টুলস, গ্রীপ প্লায়ার, আ্যাজোস্টেবল রেঞ্জ, চকেট রেঞ্জ, বল পিন হ্যামার  ইত্যাদি।

২৮. রেফ্রিজারেটরে রেফ্রিজারেন্ট চার্জ বেশি হলে ক্ষতির উপায় কী কী?

উত্তর: সাকশন টিউবে বরফ জমবে, কম্প্রেসর অতিরিক্ত গরম হবে, অ্যাম্পিয়ার বেশি নিবে।

২৯. সজিং কেন করতে হয়?

উত্তর: সমান ব্যাস দুটি টিউব জোড়া দেওয়ার উদ্দেশ্যে একটি টিউবের এক প্রান্তের কিছু অংশের ব্যাস বৃদ্ধি করা, যাতে অন্য টিউবটির ব্যাস বৃদ্ধি করা টিউবটির ভেতরে প্রবেশ করানো যায়।

৩০. একটি আদর্শ সার্কিট অঙ্কন কর।

উত্তর:

Source → Protective Device → Controlling Device → Electrical Load → Conducting Wire

(চিত্র: An Ideal Circuit)

৩১. একটি রেফ্রিজারেটর চলে কিন্তু একেবারেই ঠান্ডা হয় না—সম্ভাব্য সমস্যাগুলো লিখ।

উত্তর: কুলিং ফ্যান না চললে, হিমায়ক না থাকলে, কম্প্রেশর পাম্পিং ঠিকভাবে কাজ না পারলে, ইউনিট চোকিং করলে । 

৩২. রেফ্রিজারেন্ট রিকভারি প্রয়োজনীয়তা কী?

উত্তর: পরিবেশ ও ওজোন স্তরের জন্য ক্ষতিকর রেফ্রিজারেন্ট যাতে পৃথিবীর বায়ুমণ্ডলে অবমুক্ত হতে না পারে।

৩৩। রেসিপ্রোকেটিং কম্প্রেসরের উপাদানসমূহের নাম লিখুন। (কমপক্ষে ৫টি)
উত্তর: কম্প্রেশর শেল, ইলেকট্রিকাল টার্মিরাল, মোটর স্টেটর, রোটর, বিয়ারিং,, বাম্পার প্লেট, সিলিন্ডার ও হেড, ভালভ প্লেট । 

৩৪। আর্থিং কেন করতে হয়?
উত্তর: ধাতু নির্মিত বৈদ্যুতিক সরঞ্জামের বডি হতে কারেন্ট মানুষের শরীরে প্রবেশ করে যাতে অনাকাক্ষিত দূর্ঘটনা রোধ করতে পারে । 

৩৫। লকরিং সংযোগের উপকরণসমূহ কী কী?
উত্তর: জয়েন্ট, লকরিং, লকপ্রেপ, লকটুল, জ।

0%
0 votes, 0 avg
0
Created by Job Edu BD

Refrigeration & Air-Conditioning, Level-1

এই পরীক্ষাটি শুধুমাত্র Level পরীক্ষায় নিজেকে ভালো নম্বরে উর্ত্তীন করার চেষ্টা মাত্র। এখানে ভালো নম্বর পাওয়ার দ্বারা আপনার আত্নবিশ্বাস উন্নয়নে কাজ করবে। পরীক্ষা খারাপ হলে প্রশ্নোত্তর গুলো পূনরায় পড়ে আবার চেষ্টা করার অনুরোধ রইল।

1 / 20

1. ৬. ইঞ্চি ও মিলিমিটারের মধ্যে সম্পর্ক কোনটি ?

2 / 20

2. ৪. নিচের কোনটি ইভাপোরেটরের কাজ?

3 / 20

3. ১৯। হিমায়ন চক্রে লাগানো অবস্থায় সহজে পাম্পিং টেস্ট করা যায়।

4 / 20

4. ৭. ব্রেজিং তাপমাত্রা কত হতে পারে ?

5 / 20

5. ২০। হাই প্রেসার গেজ এর রং নীল।

6 / 20

6. ৮. ব্রেজিং করার সময় টিউবের ভিতর দিয়ে কোন গ্যাসের প্রবাহ রাখা উচিত?

7 / 20

7. ১৪. নন-ফ্রস্ট রেফ্রিজারেটরের কুলিং কয়েলে বরফ মার কারণ কোনটি ?

8 / 20

8. ৩. কম্প্রেসরের প্রধানত কত প্রকার?

9 / 20

9. ১. একটি রেফ্রিজারেটরে রেফ্রিজারেন্ট চার্জ করতে নিচের কোন পিপিই টি প্রয়োজন?

10 / 20

10. ১৫. নিচের কোন সম্পর্কটি সঠিক?

11 / 20

11. ১১. মেট্রিক পাওয়ারের একক কোনটি?

12 / 20

12. ১৬। থার্মোস্ট্যাট তাপমাত্রার উপর নির্ভর করে সার্কিটকে অন বা অফ করতে পারে।

13 / 20

13. ১৮। নিউট্রাল তারের তাপমাত্রা সর্বোচ্চ ৩২৩২° সেলসিয়াস।

14 / 20

14. ১০. রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং কাজে ফ্লেয়ার্ড ফিটিংস সয়যোজন এর জন্য ডিগ্রি কোণে ফ্লেয়ার করা হয়?

15 / 20

15. ১৭। সিরিজ সার্কিটে কারেন্ট ভাগ হয়ে যায়।

16 / 20

16. ১২. নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভর করে সার্কিটকে অন/অফ করতে পারে?

17 / 20

17. ৯. গ্যাস ওয়েল্ডিং-এর সময় অ্যাসিটিলিনের চাপ কত থাকে?

18 / 20

18. ৫. মেটাল শীটের উপর দাগ দিতে কোন টুল ব্যবহার করা হয়?

19 / 20

19. ১৩. একটি রেফ্রিজারেটরের ফ্রেশ ফুড চেম্বারের তাপমাত্রা কত থাকে?

20 / 20

20. ২. ১ বার সমান কত পিএসআই?

0%

Thankyou for connecting us.

“You will pass just by asking the mentioned questions, it’s not like that at all, but chances are up to 80% to get common. This is just a suggestion. This question is not copied from any board question”
Post review

কারিগরি শিক্ষার গুরুত্ব

কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে বর্তমান যুগে যেখানে কর্মসংস্থান, শিল্প ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন সবচেয়ে বড় চাহিদা। নিচে এর কয়েকটি প্রধান গুরুত্ব তুলে ধরা হলোঃ

. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি

  • কারিগরি শিক্ষা সরাসরি হাতে-কলমে কাজ শেখায়।
  • দক্ষতা অর্জনের মাধ্যমে সহজে চাকরি পাওয়া যায় বা উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হয়।

. দারিদ্র্য বিমোচনে ভূমিকা

  • দক্ষ মানুষ কর্মক্ষেত্রে সহজে আয় করতে পারে।
  • পরিবার ও সমাজের আর্থিক উন্নয়ন সম্ভব হয়।

. শিল্প প্রযুক্তির বিকাশ

  • কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত জনশক্তি শিল্প খাতকে এগিয়ে নিয়ে যায়।
  • নতুন প্রযুক্তি সহজে ব্যবহার ও উন্নয়ন সম্ভব হয়।

. স্বনির্ভরতা অর্জন

  • কারিগরি শিক্ষা মানুষকে শুধু চাকরির জন্য নয়, বরং ব্যবসা-বাণিজ্য বা ছোট উদ্যোগ গড়ার ক্ষমতা দেয়।
  • বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ বাড়ে।

. জাতীয় উন্নয়ন

  • একটি দেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে কারিগরি শিক্ষিত জনশক্তি অপরিহার্য।
  • দক্ষ জনশক্তি বিদেশে কাজ করে রেমিট্যান্স বাড়ায়।

👉 সংক্ষেপে, কারিগরি শিক্ষা ব্যক্তিগত, সামাজিক জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি

Computer Operation Level-3 Suggestion V-12 (Special) is not a question for the NSDA or BTEB board, but our computer and CBTA experts believe that with such preparation, there is a possibility of scoring 100% in the Computer Operations Assessment written test.

Computer Operation, Graphic Design, 2D 3D CAD, WSMO, TDM, Pattern Making, EIM, Electrical, Consumer Electronics, PLC, Automotive Mechanics, Plumbing, Welding, RAC, Digital Marketing, Masonry, DrivingWritten Test, Refrigeration and Air Conditioning Level- 01 V-01 RAC  by Job Edu BD

Job Edu BD Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Articles & Posts