Ami Probashi BMET Registration System

Ami Probashi BMET Registration System cooperate by Job Edu BD

Ami Probashi BMET Registration System আমি প্রবাসী বিএমইটি রেজিষ্ট্রেশন পদ্ধতি:

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের নিয়মানুযায়ী বৈধভাবে বিদেশ গমনের ক্ষেত্রে আমি প্রবাসী এ্যাপস্  এর মাধ্যমে বিএমইটি রেজিষ্ট্রেশন (BMET Registration) সম্পন্ন করত: সরকার কর্তক নির্ধারিত যেকোন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হতে পিডিও ট্রেনিং (PDO Training) করার নির্দেশ প্রদান করেছেন।

বিদেশ যাত্রার ক্ষেত্রে কর্মসংস্থান সম্পর্কিত তথ্য প্রদানের বাংলাদেশের একমাত্র ডিজিটাল প্লাটফর্মের নাম আমি প্রবাসী। বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী বিদেশ গমনের পূর্বশর্ত হলো আমি প্রবাসী এ্যাপস্ এর মাধ্যমে নিম্নোক্ত ধাপে অগ্রসর হওয়া। সরকার বিষয়টিকে এ্যাপস্ আকারে ই-সার্ভিসের ব্যবস্থপনার মাধ্যমে কার্যপদ্ধতি করেছেন সহজ থেকে সহজতর। এটি যেকোন এন্ড্রোয়েড ফোনের মাধ্যমে যে কেউ করতে পারবেন-

বিএমইটি রেজিষ্ট্রেশন (BMET Registration):

বিএমইটি রেজিষ্ট্রেশন পদ্ধতিটিকে অনেকেই জটিল মনে করেন, কিন্তু ব্যাপারটি মোটেও জটিল নয়। আজ আমরা বিএমইটি রেজিষ্ট্রেশন পদ্ধতি বা BMET Registration System যেটিই বলিনা কেন সেটিকে খুবই সহজ এবং সুন্দুরভাবে চিত্রের মাধ্যমে সহজভাবে দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি ভিডিওর মাধ্যমে একটি একটি রেজিষ্ট্রেশন করে দেখাবো

PLAY STORE SYMBLEপ্রথমে আপনার মোবাইলের গুগল প্লে-ষ্টোর (Play Store) এ প্রবেশ করুন=>

SEARCHING BOXসার্চ বক্সে  ক্লিক করুন=>

SERCHINGসার্চ বক্সে Ami Probashi লিখে সার্চ করুন=>

INSTALLAmi Probashi Apps টি Install করুন=>

OPENInstall হয়ে গেলে Open বাটনে ক্লিক করুন=>

Ami Probashiওপেন করলে এরকম একটি পেজ আসবে, আপনি পরবর্তী বাটনে ক্লিক করুন=>

Mobile Noআপনার মোবাইল নম্বর লিখে পরবর্তী বাটনে ক্লিক করুন=>

Bkashআপনার মোবাইলে ম্যসেজে এরকম একটি OTP আসবে=>

OTP OTP কোডটি বসিয়ে কনফার্ম  বাটনে ক্লিক করুন=>

১০Passwordকমপক্ষে ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড লিখুন এবং দুই বক্সে একইরকম পাসওয়ার্ড লিখে পরবর্তী ক্লিক করুন=>

১১Countryআপনার গমনকৃত দেশ সহ কমপক্ষে ৩টি দেশ সিলেক্ট করে পরবর্তী চাপুন=>

১২Job কমপক্ষে ৩টি  পেশা বা দক্ষতা সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন=>

১৩Basic info ্উপরের তথ্যগুলো পূরণ করে পরবর্তী ক্লিক করুন=>

১৪BMETবিএমইটি রেজিষ্ট্রেশন/BMET Registration বক্সে ক্লিক করুন=>

১৫Malayashia যদি আপনি মালয়েশিয়া যান তবে মালয়েশিয়া অন্যথায় অন্যান্য দেশ সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন=>

১৬Ami Probashiপাসপোর্ট  স্ক্যান করুন বক্সে ক্লিক করুন=>

১৭Pictureপাসপোর্ট  স্ক্যান করা থাকলে গ্যালারী, ছবি তুলতে চাইলে ক্যামেরা ক্লিক করুন=>
পাসপোর্ট স্পষ্ট হওয়া বাধ্যতামূলক অন্যথায় আবেদন বাতিল হতে পারে। 

১৮Passport চেষ্টা করুন পাসপোর্টটি যেন এরকম স্পষ্ট হয়=>

১৯Galleryস্ক্যানকৃত পাসপোর্টটি সিলেক্ট করুন=>

২০Informationপাসপোর্ট  দেখে দেখে প্রত্যেকটি ঘর পূরণ করুন, অতপর পরবর্তী বাটনে ক্লিক করুন=>
আপনি চাইলে ঐচ্ছিক লিখা ঘরগুলো বাদ রাখতে পারেন। 

২১Father Information পাসপোর্ট  দেখে দেখে প্রত্যেকটি ঘর পূরণ করুন, অতপর পরবর্তী বাটনে ক্লিক করুন=>
বৈবাহিক অবস্থা, ধর্ম, উচ্চতা এগুলো পাসপোর্টে  নেই, নিজ থেকে পূরণ করুন।

২২Addressপাসপোর্ট  দেখে দেখে প্রত্যেকটি ঘর পূরণ করুন, অতপর পরবর্তী বাটনে ক্লিক করুন=>
ই-মেইল না দিলেও চলবে, এছাড়াও ঠিকানা সংক্রান্ত কোন তথ্য না জানা থাকলে  অনুমান করে দিয়ে দিন ।

২৩Nominee Informationমা অথবা বাবাকে নমিনি রাখার চেষ্টা করুন=>
আপনি চাইলে ঐচ্ছিক লিখা ঘরগুলো বাদ রাখতে পারেন। 

২৪Emergency Number জরুরী যোগাযোগে বাবা অথবা মাকে রাখার চেষ্টা করুন=>

২৫Education Information আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন=> 

২৬Language Informationভাষা সংক্রান্ত তথ্য প্রদান করুন=>
একাধিক ভাষা সংক্রান্ত জ্ঞান যোগ করতে চাইলে আরো যোগ করুন বাটনে ক্লিক করুন। 

২৭Information revew আপনার পূরণকৃত তথ্য গুলো পূনরায় দেখতে চাইলে রিভিউ আর না চাইলে পরবর্তী বাটনে ক্লিক করুন=>

২৮ Pendingআপনার আবেদনটি পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পেন্ডি রাখা হয়েছে এবং ৭২ ঘন্ট অপেক্ষা করতে বলা হয়েছে=>
এ্যাপস্ থেকে বের হয়ে যান এবং কিছুক্ষণ পর পর এ্যাপস্ এ প্রবেশ করে দেখুন পাসপোর্ট  ভেরিফিকেশ হয়েছে কিনা!

২৯Verifiedপাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যটাস ভেরিফােইড লিখা আসলে পেমেন্ট করুন বাটনে ক্লিক করে পেমেন্ট করুন=>
ভেরিফাইড না হয়ে বাতিল/Reject হলে স্পষ্ট পাসপোর্ট স্ক্যান করে পূনরায় আবেদন করুন অথবা সাহায্যের জন্য আামাদের সাথে যোগাযোগ করুন। 

৩০Payment পেমেন্ট করতে চাইলে পরবর্তী বাটনে ক্লিক করুন=>

৩১ বিকাশলাল দাগে চিহ্নিত জায়গা গুলোতে ক্লিক করুন=>

৩২বিকাশ নাম্বারযে একাউন্ট থেকে টাকা পরিশোধ করবেন, সেই বিকাশ একাউন্ট নাম্বারটি প্রবেশ করিয়ে CONFIRM বাটনে ক্লিক করুন=>

 

৩৩CODE আপনার মোবাইলে ম্যসেজে এরকম একটি OTP আসবে=>

৩৪ বিকাশ কোড ইনপুটম্যাসেজে আসা কোডটি ইনপুট দিয়ে CONFIRM বাটনে ক্লিক করুন=>

৩৫বিকাশ পিনবিকাশ একাউন্টের পিন দিয়ে CONFIRM বাটনে ক্লিক করুন=>

৩৬BMET সবশেষে আপনার কাঙ্খিত বিএমইটি কার্ডটি সংগ্রহ করে, পিডিও ট্রেনিংয়ে ভর্তি হোন=>

বিএমইটি রেজিষ্ট্রেশন পদ্ধতিটি/BMET Registration System  ভিডিও আকারে দেখুন

পেমেন্ট সম্পন্ন হওয়ার পর সরকার কর্তৃক অনুমোদিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন আপনি  আপনার নিকটস্থ যেকোন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে ৩ দিনের অরিয়েন্টেশন/PDO Training গ্রহন করতে পারেন। সেক্ষেত্রে নিকটস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অথবা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনার অরিয়েন্টেশন/PDO Training রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারেন। PDO Training রেজিষ্ট্রেশন পদ্ধতি সম্পর্কে জানতে পিডিও রেজিষ্ট্রশন (PDO Registration) বাটনে ক্লিক করুন

Ami Probashi BMET Registration System:

In the case of going abroad legally as per the rules of the current government in the construction of Digital Bangladesh, I used to complete BMET Registration through Probashi App: The government has instructed to do PDO Training from any technical training center designated by the government.

Ami Pravasi is Bangladesh’s only digital platform to provide employment related information for foreign travel. According to the current government rules, the prerequisite for going abroad is to proceed through the following steps through the I Pravasi App. The government has made the process simpler and easier by providing e-services in the form of apps. Anyone can do this with any Android phone-

BMET Registration:

Many people find the BMET registration process complicated, but it is not complicated at all. Today we will try to show the BMET Registration System in a very simple and beautiful way through images and also show one by one registration through videos.

1. First, enter the Google Play Store (Play Store) of your mobile =>
2. Click on the search box=>
3. Type Ami Probashi in the search box and search=>
4. Install Ami Probashi Apps =>
5. Once installed, click on the Open button =>
6. On opening a page like this will appear, you click on the next button =>
7. Enter your mobile number and click next button=>
8. An OTP like this will be sent to your mobile =>
9. Enter the OTP code and click on the confirm button =>
10 Enter a password of at least 8 digits and enter the same password in both boxes and click next=>
11. Select at least 3 countries including your destination country and press next=>
12. Select at least 3 occupations or skills and click on next button =>
13. Fill the above information and click next=>
14. Click on BMET Registration/BMET Registration box=>
15. If you go to Malaysia then select Malaysia else other country and click next button=>
16. Click on Scan Passport box=>
17. Gallery if passport is scanned, camera if you want to take picture=>
Passport must be clear otherwise application may be rejected.
18. Try to make the passport clear like this =>
19. Select the scanned passport=>
20. Check the passport and fill in each box, then click on the next button =>
You can omit the optional fields if you want.
21. Check the passport and fill in each box, then click on the next button =>
Marital status, religion, height are not in the passport, fill them yourself.
22. Check the passport and fill in each box, then click on the next button =>
Even if you don’t give an e-mail, also if you don’t know any address information, guess it and keep the permanent and current address the same.
23. Try to nominate mother or father =>
You can omit the optional fields if you want.
24. Try to keep father or mother in emergency contact=>
25. Click on next button with your educational qualification details=>
26. Provide language information=>
If you want to add more than one language knowledge, click on the Add More button.
27. If you want to review your filled information, click on the next button => if you don’t want to review
28. Your application is pending for passport verification and asked to wait 72 hours=>
Exit the app and re-enter the app after a while to see if the passport verification is done!
29. Enter the Passport Verification Status Verified and click on the Pay button =>
30. If you want to make payment click next button=>
31. Click on the places marked in red =>
32. Enter the Bkash account number from which the payment will be made and click on the CONFIRM button =>
33. An OTP like this will be sent to your mobile =>
34. Input the code that comes in the message and click on CONFIRM button =>
35. Click on CONFIRM button with Bkash Account PIN=>
36. Finally collect your desired BMET card, enroll in PDO training =>

After the payment is completed, you can take 3 days Orientation/PDO Training from any technical training center near you under the Manpower Employment and Training Bureau under the Ministry of Expatriate Welfare and Foreign Employment approved by the government. In that case, you can easily complete your orientation/PDO Training registration at the nearest technical training center or online. Click on PDO Registration button to know about PDO Training Registration Procedure

Arafin

Shamsul Arafin
Senior Consultant

Job Edu BD.

Post review

Read more:

1. প্রথমে, আপনার মোবাইলের Google Play Store (Play Store) => প্রবেশ করুন
2. সার্চ বক্স=> এ ক্লিক করুন
3. সার্চ বক্সে Ami Probashi টাইপ করুন এবং সার্চ করুন=>
4. Ami Probashi Apps => ইনস্টল করুন
5. একবার ইন্সটল হলে Open বাটন => এ ক্লিক করুন
6. খুললে এরকম একটি পেজ আসবে, আপনি পরবর্তী বাটনে ক্লিক করুন =>
7. আপনার মোবাইল নম্বর লিখুন এবং পরবর্তী বোতাম => ক্লিক করুন
8. এরকম একটি OTP আপনার মোবাইলে পাঠানো হবে =>
9. OTP কোড লিখুন এবং নিশ্চিত বোতাম => এ ক্লিক করুন
10 কমপক্ষে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড লিখুন এবং উভয় বক্সে একই পাসওয়ার্ড লিখুন এবং পরবর্তী => ক্লিক করুন
11. আপনার গন্তব্য দেশ সহ কমপক্ষে 3টি দেশ নির্বাচন করুন এবং পরবর্তী => টিপুন
12. কমপক্ষে 3টি পেশা বা দক্ষতা নির্বাচন করুন এবং পরবর্তী বোতাম => এ ক্লিক করুন
13. উপরের তথ্যটি পূরণ করুন এবং next=> এ ক্লিক করুন
14. BMET Registration/BMET Registration box=>-এ ক্লিক করুন
15. আপনি যদি মালয়েশিয়া যান তাহলে মালয়েশিয়া অন্য দেশ নির্বাচন করুন এবং পরবর্তী বোতাম => ক্লিক করুন
16. স্ক্যান পাসপোর্ট বক্স=> এ ক্লিক করুন
17. পাসপোর্ট স্ক্যান করা থাকলে গ্যালারি, ছবি তুলতে চাইলে ক্যামেরা=>
পাসপোর্ট পরিষ্কার হতে হবে অন্যথায় আবেদন বাতিল করা হতে পারে।
18. পাসপোর্টটি এভাবে পরিষ্কার করার চেষ্টা করুন =>
19. স্ক্যান করা পাসপোর্ট => নির্বাচন করুন
20. পাসপোর্ট চেক করুন এবং প্রতিটি বক্স পূরণ করুন, তারপর পরবর্তী বোতাম => এ ক্লিক করুন
আপনি চাইলে ঐচ্ছিক ক্ষেত্র বাদ দিতে পারেন।
21. পাসপোর্ট চেক করুন এবং প্রতিটি বাক্স পূরণ করুন, তারপর পরবর্তী বোতাম => ক্লিক করুন
বৈবাহিক অবস্থা, ধর্ম, উচ্চতা পাসপোর্টে নেই, সেগুলো নিজেই পূরণ করুন।
22. পাসপোর্ট চেক করুন এবং প্রতিটি বাক্স পূরণ করুন, তারপর পরবর্তী বোতাম => ক্লিক করুন
এমনকি যদি আপনি একটি ই-মেইল না দেন, এমনকি যদি আপনি কোনো ঠিকানার তথ্য না জানেন, তাহলে অনুমান করুন এবং স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই রাখুন।
23. মা বা বাবা => মনোনীত করার চেষ্টা করুন
আপনি চাইলে ঐচ্ছিক ক্ষেত্র বাদ দিতে পারেন।
24. বাবা বা মাকে জরুরী যোগাযোগে রাখার চেষ্টা করুন=>
25. আপনার শিক্ষাগত যোগ্যতার বিবরণ=> সহ পরবর্তী বোতামে ক্লিক করুন
26. ভাষা তথ্য প্রদান করুন=>
আপনি যদি একাধিক ভাষার জ্ঞান যোগ করতে চান তবে Add More বাটনে ক্লিক করুন।
27. আপনি যদি আপনার ভরা তথ্য পর্যালোচনা করতে চান, তাহলে পরবর্তী বোতামে ক্লিক করুন => যদি আপনি পর্যালোচনা করতে না চান
28. আপনার আবেদন পাসপোর্ট যাচাইকরণের জন্য মুলতুবি রয়েছে এবং 72 ঘন্টা অপেক্ষা করতে বলা হয়েছে=>
অ্যাপ থেকে বের হয়ে কিছুক্ষণ পর আবার অ্যাপে প্রবেশ করে দেখুন পাসপোর্ট ভেরিফিকেশন হয়েছে কিনা!
29. পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাই এন্টার করুন এবং পে বোতাম => এ ক্লিক করুন
30. আপনি যদি পেমেন্ট করতে চান তাহলে Next button=> এ ক্লিক করুন
31. লাল => চিহ্নিত স্থানগুলিতে ক্লিক করুন
32. বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি লিখুন যেখান থেকে অর্থপ্রদান করা হবে এবং কনফার্ম বোতামে ক্লিক করুন =>
33. এরকম একটি OTP আপনার মোবাইলে পাঠানো হবে =>
34. মেসেজে আসা কোডটি ইনপুট করুন এবং CONFIRM বোতাম => এ ক্লিক করুন
35. বিকাশ অ্যাকাউন্ট পিন => সহ কনফার্ম বোতামে ক্লিক করুন
36. অবশেষে আপনার কাঙ্খিত BMET কার্ড সংগ্রহ করুন, PDO প্রশিক্ষণে নথিভুক্ত করুন =>

Post Views: 557