Asset
Bangladesh-German
World Bank logo

বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

মিরপুর-২, ঢাকা-১২১৬

ASSET Free Course Circular January to April 2025

ASSET Free Course January-April 2025 Bangladesh German Technical Training Center ( BGTTC )  মিরপুর-২, ঢাকায় পরিচালিত “Accelerating & Strengthening Skills for Economic Transformation” ASSET ব্যাচ-৪ এর আওতায় নিম্নোক্ত ট্রেড সমূহে জানুয়ারী-এপ্রিল/২০২৫ সেশনে ৩৬০ ঘন্টা (৪) মাস মেয়াদী সম্পূর্ন ফ্রি কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থিদের নিকট হতে অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে। উল্লেখ্য ASSET Free Course এর নিয়ম অনুযায়ী প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ সরঞ্জামাদি ও সনদপত্র প্রদান করা হবে।

অনলাইন আবেদনের শেষ সময়

  • 00Days
  • 00Hours
  • 00Minutes
  • 00Seconds

প্রশিক্ষনার্থীদের সুবিধা সমূহ:-

  • নিয়মিত উপস্থিতির ভিত্তিতে উপবৃত্তি মাসিক ১৫০০/- টাকা + দৈনিক যাতায়াত ভাড়া ৮০/- টাকা হারে মাসিক ৮০*২২= ১৭৬০/- টাকা, মাসিক মোট ৩২৬০/- টাকা এবং সর্বমোট ৩২৬০*৪=১৩০৪০ (তের হাজার চল্লিশ) টাকা প্রদান করা হবে (পুরুষ)।
     
  • নিয়মিত উপস্থিতির ভিত্তিতে উপবৃত্তি মাসিক ২০০০/- টাকা + দৈনিক যাতায়াত ভাড়া ৮০/- টাকা হারে মাসিক ৮০*২২= ১৭৬০/- টাকা, মাসিক মোট ৩৭৬০/- টাকা এবং সর্বমোট ৩৭৬০*৪=১৫০৪০ (পনেরো হাজার চল্লিশ) টাকা প্রদান করা হবে (নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি )।

  • হত দরিদ্র, মুক্তিযোদ্ধা সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, বেকার যুবক যুবতীর ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

Benefits for trainees:-

  • On the basis of regular attendance, the stipend will be TK.1500/- per month + daily fare of Tk.80/- per month at the rate of Tk.80×22 = Tk.1760/-, monthly total Tk.3260/- and total Tk.3260×4 = Tk.13040 (Thirteen thousand and forty). (male).

  • On the basis of regular attendance, stipend will be paid at the rate of Tk 2000/- monthly + daily commuting fare Tk 80/- at the rate of Tk 80×22=Tk 1760/-, monthly total Tk 3760/- and total Tk 3760×4=Tk 15040 (Fifteen thousand forty) (Women, disabled and minorities).

  • Priority will be given to the poor, children of freedom fighters, minority ethnic groups, unemployed youth.

প্রয়োজনীয় কাগজপত্র

  • প্রার্থীর ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।

  • জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন এর ফটোকপি।

  • শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্রের ফটোকপি।

     

Necessary documents

  • 3 copies of recent passport size photograph of the candidate.

  • Photocopy of National Identity Card/Birth Registration.

  • Photocopy of educational qualification certificate.

ফরম বিতরণ ও জমাদানে তথ্যাদি:-

  • ফরম বিতরণ ও জমা : ২৬/১১/২০২৪ খ্রিঃ হতে ২৬/১২/২০২৪ খ্রিঃ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত। (অনলাইনের মাধ্যমে)
  • ভর্তি পরীক্ষা : ২৯/১২/২০২৪খ্রিঃ।
  • ফলাফল প্রকাশ : ৩০/১২/২০২৪ খ্রিঃ।
  • ভর্তি পরিক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের ভর্তি : ৩১/১২/২০২৪ খ্রিঃ । (স্ব-স্ব ট্রেডে)
  • অপেক্ষামান তালিকা হতে ভর্তি এবং ক্লাস শুরু : ০১/০১/২০২৫ খ্রিঃ বিকাল ০২:০০ ঘটিকা হতে। (স্ব-স্ব ট্রেডে)

Information on form distribution and submission:-

  • Forms distribution and submission: 26/11/2024 to 26/12/2024 at 11:59 PM. (Through online)
  • Admission test: 29/12/2024
  • Results publication: 30/12/2024
  • Admission of students who pass the merit list: 31/12/2024 (In their own trade).
  • Admission from waiting list and start of classes: 01/01/2025 from 02:00 PM. (In their own trade)

শিক্ষাগত যোগ্যতা:

  • ইলেকট্রিক্যাল ইন্সুলেশন এন্ড মেইনটেনেন্স এবং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং- ৮ম  শ্রেণী পাশ।

  • কম্পিউটার অপারেশন, ক্যাড অপারেশন এবং প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল- এস.এস.সি পাশ।

Educational Qualification:

  • Electrical Insulation and Maintenance and Refrigeration and Air Conditioning- 8th Class Pass.

  • Computer Operation, CAD Operation and Programmable Logic Control – SSC Pass.

EIM

ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স(ইআইএম):

ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইআইএম) কাজের মধ্যে রয়েছে: বৈদ্যুতিক সিস্টেম এবং সরঞ্জাম ইনস্টল করা, ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি মেরামত বা প্রতিস্থাপন করা, নিরাপত্তার জন্য বৈদ্যুতিক সিস্টেম পরিদর্শন করা, ওয়্যারিং ইনস্টল করা-

Annual pass rate of EIM
Electrical Installation & Maintenance (EIM)​​​ 89%
Job attainment rate in this course
Electrical Installation & Maintenance (EIM)​​​ 92%
RAC

রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং (আরএসি):

উষ্ণ পরিবেশকে শীতল ও আরামদায়ক করার জন্য অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান, শপিং কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি বাসা-বাড়িতেও  এয়ার কন্ডিশনার (Air Conditioner) বা সংক্ষেপে AC এর ব্যবহার দেশে ও দেশের বাইরে একটি বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

Annual pass rate of RAC
Refrigeration & Air Conditioning (RAC)​​​ 87%
Job attainment rate in this course
Refrigeration & Air Conditioning (RAC)​​​ 95%
Computer

কম্পিউটার অপারেশন:

কম্পিউটার অপারেশনের পাঁচটি মৌলিক ধরন হল ইনপুটিং, প্রসেসিং, আউটপুটিং, স্টোরিং, এবং কন্ট্রোলিং, কম্পিউটার অপারেটর হলেন আইটি-তে একজন ব্যক্তি যিনি কম্পিউটার সিস্টেমগুলি চালানোর তত্ত্বাবধান করেন, কম্পিউটার অপারেশন শর্ট কোর্সে মৌলিক সফ্টওয়্যার ব্যবহার, ফাইল পরিচালনা, ডেটা এন্ট্রি, এবং সমস্যা সমাধান শেখানো হয়।

Annual pass rate of Computer Operation​
Computer Operation​ 83%
Job attainment rate in this course
Computer Operation​ 92%
CAD

ক্যাড অপারেশন:

ক্যাড অপারেশন বলতে কম্পিউটার-এডেড ডিজাইন (CAD) সফটওয়্যার ব্যবহার করে নিমার্ণ  ও উৎপাদন প্রকল্পের জন্য 2D ও 3D অঙ্কন তৈরি করাকে বোঝায়। ক্যাড অপারেটর হতে হলে, কম্পিউটার-এডেড ডিজাইন এবং ড্রাফটিং (CADD) এ একটি সহযোগী ডিগ্রি বা সার্টিফিকেট প্রোগ্রাম সম্পূর্ণ করতে হবে। অনেক নিয়োগকর্তা চাকরির ক্ষেত্রে প্রশিক্ষণও অফার করেন।

Annual pass rate of CAD
Computer Aided Design (CAD)​ 90%
Job attainment rate in this course
Computer Aided Design (CAD)​ 80%
PLC

পিএলসি:

প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (PLC) হল একটি ডিজিটাল কম্পিউটার যা অটোমেশনের জন্য ব্যবহৃত হয়। ফ্যাক্টরিতে যন্ত্রপাতি নিয়ন্ত্রণের জন্য, এমিউসমেন্ট রাইডস বা লাইট ফিক্সচার নিয়ন্ত্রণের জন্য পিএলসি ব্যবহার করা হয়। পিএলসির প্রধান উপাদানগুলি হল: 

*কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU)
*পাওয়ার সাপ্লাই
*প্রোগ্রামিং ডিভাইস
*ইনপুট এবং আউটপুট (I/O) মডিউল
Annual pass rate of PLC
Programmable Logic Controller (PLC) 97%
Job attainment rate in this course
Programmable Logic Controller (PLC) 78%

ASSET ফ্রি কোর্সের ভর্তি পরিক্ষা ২৯/১২/২০২৪ খ্রিঃ এবং ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩০-১২-২০২৪ খ্রিঃ তারিখে।
**ফলাফল পাওয়া যাবে এখানে**

page revew

ASSET Course Registration

Job Edu BD
জীবিকা ও জ্ঞান অর্জনের উদ্দেশ্য.

Post Views: 4,207